Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ মুহূর্তে বেড়েছে কেনাকাটা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৫তম দিন

খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

আইসক্রিমের স্টলে উপচেপড়া ভিড়
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউকের অধীনে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। মেলার ২৫তম দিন গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে, ক্রেতা-বিক্রেতার মাঝে নেচে নেচে আইসক্রিম বিক্রেতার স্টলে। সেখানেও মানা হয়নি কোন স্বাস্থ্যবিধি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ১১ দফা নির্দেশনা জারির পরও মেলায় স্বাস্থ্যবিধি মানার পরিবেশ দেখা যায়নি। যদিও মেলা কর্তৃপক্ষ মাস্ক পড়তে বাধ্য করতে কঠোর ভ‚মিকা নিয়ে মেলা প্রাঙ্গণে চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।
মেলার ২৫তম দিনে সরেজমিন ঘুরে দেখা যায়, মেলার স্থায়ী প্যাভিলিয়ন ছাড়াও অস্থায়ী স্টলে বসেছে বিভিন্ন নামীয় কোম্পানির উৎপাদিত পণ্য। তবে মেলায় ক্রেতা আকর্ষণ বাড়াতে যমুনা, আরএফএল, ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি ইতোমধ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছেন। অনেকে তাদের পণ্য বিক্রি বাড়াতে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি ঘোষণা করায় আগের তুলনায় বিক্রি বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট স্টল পরিচালকদের।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর জাহান আরা খাতুন বলেন, মেলার অভ্যন্তরে আগত দর্শনার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় সাম্প্রতিক করোনা নিয়ন্ত্রণে কাজ করছে একাধিক টিম। এদের মাঝে প্রতিদিন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত একজন করে ডাক্তার, নার্স ও সহযোগী রয়েছেন।
মেলায় ঘুরতে আসা দাউদুপুরের আশিকুল ইসলাম খোকন বলেন, আন্তর্জাতিক মানের একটি মেলা আমাদের এলাকায় হচ্ছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কেনাকাটা করছেন। তবে গ্রামের লোকজন এবার এ বাণিজ্য মেলার সুবিধা ভোগ করেছে বেশি।
মেলায় ঘুরতে আসা শিমুলিয়া এলাকার বাসিন্দা সুরাইয়া আফরিন মুক্তি বলেন, বাইরে যে বার্গারের দাম মাত্র ৮০ থেকে ১৫০ টাকা। মেলায় সেটার দাম রাখা হচ্ছে ২শ’ থেকে ২৮০ টাকা। এভাবে দাম নিলে সাধারণ দর্শনার্থীরা একদিনের বেশি মেলায় আসতে চাইবেন না। তবে অন্যান্য পণ্যের বাজার মূল্যের চেয়ে ছাড় দেয়ায় সাংসারিক টুকিটাকি পণ্য বিক্রি হচ্ছে বেশি।
মেলায় ঘুরতে আসা মধুখালীর বাসিন্দা জিন্নাত আলী বলেন, মেলার প্রথম দিকে একবার এসেছিলাম। সে সময় তেমন কোন অফার বা ডিসকাউন্ট ছিলো না। গতকাল আবার এসে দেখলাম সব স্টলেই প্রায় বিশেষ ছাড় ঘোষণা করেছে। স্বাস্থ্যবিধি ভেঙেই দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন।
মেলার থাকা সেভয় নামীয় আইসক্রিম বিক্রেতার স্টলে দেখা গেছে ভিড়। সেখানে নেচে নেচে আইসক্রিম বিক্রি করায় উৎসুক দর্শনার্থীরা ক্রেতা বিক্রেতার নাচ দেখতে ভিড় করছেন। এ ভিড় সামলাতে মেলা কর্তৃপক্ষ ওই আইসক্রিম কোম্পানিকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন সেভয় সেলস কর্মকর্তা গোলাম ফারুক আজহার।
এসব বিষয়ে মুঠোফোনে কথা হলে মেলার পরিচালক ও রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধূরী বলেন, মেলায় প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী হয়েছে। এতে মেলা সফল হচ্ছে। ক্রেতা বিক্রেতা উভয়েই খুশি। তবে স্বাস্থ্যবিধি মানাতে আমাদের সব রকম আয়োজন চলছে। তবু অসচেতন দর্শনার্থীরা ভিড় করছেন। এতে কিছুই করার থাকে না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ