Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা

তাসনীম আল রাজী | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির এ যুগে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতক্ষ-পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকি। ফেসবুক, ম্যাসেঞ্জার, টেলিগ্রাম ইত্যাদি মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে সহজে যোগাযোগ করতে পারি। এসব মিডিয়া বিশ্বকে হাতের মুঠোই নিয়ে এসেছে। আবার সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় এবং অসতর্ক ব্যবহার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে। অথচ, সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহারে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি হতে পারে, যা পরবর্তীতে জনসম্পদে রূপান্তরিত হতে পারে। তাই আসুন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন হই। সোশ্যাল মিডিয়া যেন আমাদের ব্যবহার না করে, বরং আমরা সোশ্যল মিডিয়া ব্যবহার করে দক্ষ জনশক্তিতে পরিণত হই। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখি।


শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন