Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই বাসের চালক ও হেলপার আটক

একই পরিবারের তিনজন নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব। গতকাল র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

উল্লেখ্য, শুক্রবার সকাল পৌনে ৭টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছে এক শিশু। নিহতরা হলেন; আব্দুর রহমান, শারমিন ও রিয়াজুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ