Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র হাতে বাংলাদেশী নাগরিক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৮:৫৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিএসএফ’র হাতে লেবু (৩৫) নামে বাংলাদেশী এক নাগরিক আটক হয়েছে। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর গ্রামের মোতালেবের ছেলে। লেবু বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের কেরালা থেকে কাজ শেষে অবৈধভাবে ভারতের কাচারীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে সে আটক হয়।

লেবুর পরিবার সূত্র জানায়, কেরালা রাজ্য থেকে দিনমজুরীতে কাজ শেষে লেবু বৃহস্পতিবার রাতে ১৫৫ সীমান্ত পিলার সংলগ্ন ভারতের কাচারীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নেয়। পরে গতকাল শুক্রবার তাকে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

তবে ভারত সীমানায় বিএসএফ’র হাতে বাংলাদেশী নাগরিক আটকের বিষয়টি বিজিবি অবগত নয় বলে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে বিজিবি সূত্র জানিয়েছে।



 

Show all comments
  • jack ali ২২ জানুয়ারি, ২০২২, ৯:১২ পিএম says : 0
    This government sold our independence to kafir India.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ