বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে আমিন হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার(২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শেখের ছেলে আমিন হোসেন কদমতলা গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র মন্ডলের বিক্রীত গাছ কাটতে যান। এসময় আমিন হোসেনের মাথায় গাছের ডালের আঘাতে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব জানান, আমিন হোসেন গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।