Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্কোয় রুশ-ইরান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৩:১৫ পিএম

বৃহস্পতিবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান-পরমাণুচুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা একমত হন যে, ইরান-পরমাণুচুক্তিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দু’পক্ষ চুক্তিটি সম্পূর্ণরূপে আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও একমত হন।এ ছাড়া, দু’পক্ষ আন্তর্জাতিক রাজনীতি এবং রুশ-ইরান সহযোগিতা আরও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

পাশাপাশি, মহামারী মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদার করার ব্যাপারে একমত হয় রাশিয়া ও ইরান। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ