Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চাটখিলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক শ্রীঘরে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৩ পিএম

চাটখিল পৌর এলাকার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান (৩৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহারদুল গ্রামের আসাদুল হকের ছেলে।

গত বৃহস্পতিবার জামেয়া ওসমানিয়া মাদ্রাসার অভিযুক্ত শিক্ষককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ মাদ্রাসার আবাসিক হোষ্টেল থেকে তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, নাজেরা ‘খ’ শাখায় অধ্যায়নরত ওই ছাত্র আবাসিকে থাকে। শিক্ষক আবদুল্লাহ আল নোমান কৌশলে ওই ছাত্রকে প্রায়ই বলাৎকার করতো। এ ঘটনায় নির্যাতিত ছাত্রের মা রাবেয়া বাদী হয়ে থানার মামলা করেন। ওই মামলার তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ