Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিনে সংক্রমণ ছাড়ালো তিন লাখ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১১:৩১ এএম

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত, ‘লাফিয়ে লাফিয়ে’ বেড়ে চলেছে। বৃহস্পতিবার চলতি দফা করোনা বিস্তারে এই প্রথম তিন লাখের কোঠা পার হলো দৈনিক সংক্রমণের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুও।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভারতজুড়ে করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন সংখ্যাটি ছিল দুই লাখ ৮২ হাজার ৯৭০। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান এটি।
তাল মিলিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের। ভারতে নয় হাজার ২৮৭ জন ওমিক্রন আক্রান্ত চিহ্নিত হয়েছে এ পর্যন্ত। সূত্র: আনন্দবাজার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ