বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকার শিষ্য ছিলেন তৈমূর আলম খন্দকার। তখন থেকেই তাদের সম্পর্কটা ঘনিষ্ঠ। চুনকা জীবিত থাকাকালে তার পাশেই থাকতেন তৈমূর। তাই ভোটের ময়দানে সম্পর্ক যাই থাকুক, অতীত সেই সম্পর্কটা প্রকাশ্যে আনলেন চাচা-ভাতিজি। দেশের বর্তমান রাজনীতিতে যেটাকে বিরল মনে করেন অনেকে।
গেল ১৬ জানুয়ারি সিটি কর্পোরেশনের নির্বাচনে দুইজন মেয়র প্রার্থী হন। দুইজনই রাজনৈতিক বক্তব্য দিলেও কেউ কাউকে ব্যক্তি আক্রমণ করে বক্তব্য দেননি। ভোটে জিতে যাওয়ার পরদিনই তৈমূরের বাসায় মিষ্টি নিয়ে ছুটে গেলেন আইভী। দুইজন একত্রে যখন তখন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আইভীকে পেয়ে বুকে টেনে নেন তৈমূর। মাথায় হাত দিয়ে বলেন, ভাতিজির পাশে থাকবেন সবসময়।
সোমবার বিকেল পৌনে ৫টায় মাসদাইরে মজলুম মিলনায়তনে যান আইভী। রুমে ঢুকতেই আইভীকে বুকে টেনে নেন তৈমূর। তখন আইভী বলেন, ভোটে যাই হোক আমরা তো চাচা ভাতিজি। এ সম্পর্কটা আর কখনো নষ্ট হবে না।
আইভী ও তৈমূরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ছবিটি শেয়ার করে তাদের প্রশংসায় ভাসিয়েছেন বহু মানুষ। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক শিষ্টাচার এমনই হওয়া উচিত। রাজনীতিবিদদের তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।
আইভী-তৈমূরের ছবি শেয়ার করে ডা. ইমরান এইচ সরকার লিখেছেন, ‘‘এই ছবি এবং বক্তব্য আশা জাগানিয়া । সেলিনা হায়াৎ আইভী আজ বিকেলে তৈমুর আলম খন্দকারের বাসায় তাঁর সাথে দেখা করতে গেলে আইভীর মাথায় হাত রেখে তৈমুর আলম খন্দকার বলেন, আমি সব সময় আইভীর সাথে আছি।’’
নিশীতা মিতু লিখেছেন, ‘‘এমনটাই তো সাধারণ জনগণ দেখতে চান৷ লীগ হোক, দল হোক, সতন্ত্র হোক, বামপন্থী হোক- সবার চাওয়া তো একটাই দেশের ও দশের উন্নতি করা। সেটা হলেই হয়।’’
ওমর ফারুক লিখেছেন, ‘‘চমৎকার দৃশ্য, আশা করি নারায়ণগঞ্জ থেকে সবাই রাজনৈতিক শিষ্টাচার শিখবে।জনতার মেয়র আইভি মেডামের জন্য শুভেচ্ছা ও গনতন্ত্রের জন্য লড়াই করা তৈমুর আলম খন্দকার সাহেবের জন্য শুভ কামনা। এগিয়ে যাক দেশ শুভ বুদ্ধির উদয় হউক রাজনৈতিক নেতৃত্বের।’’
নাসির উদ্দীন লিখেছেন, ‘‘দেশকে গড়ে তুলতে দেশ ধরদী মানুষগুলোকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে, সবকিছুর উর্ধে দেশকে শক্তিশালী করতেই হবে, আইভি বিজয়ী,তৈমুর জয়ী গনতন্ত্রে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনবাসীর বিজয়। দুজনের সাথে তাদের ভোটারদেরও অভিনন্দন, জয়বাংলা।’’
মোক্তার শেখ লিখেছেন, ‘‘আমরা সাধারণ মানুষ একজন রাজনীতিবিদের কাছে এমনটাই আশা করি, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে প্রতিহিংসা নয়।’’
আবু তাহের চৌধুরী লিখেছেন, ‘‘রাজনৈতিক শিষ্টাচার এমনই হওয়া উচিত। রাজনৈতিক প্রতিপক্ষদের শুভবুদ্ধির উদয় হউক।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।