Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিল্পী সমিতির জন্য মিশা-জায়েদের মতো দক্ষ প্যানেলই প্রয়োজন-রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে নির্বাচন করছেন এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী রোজিনা। তিনি এ বিগত দুই মেয়াদে মিশা ও জায়েদ খান কমিটি সমিতির উন্নয়ন এবং শিল্পীদের পাশে দাঁড়ানোর ভূয়সী প্রশংসা করেছেন। তাদের কাজের প্রতি আকৃষ্ট হয়েই তিনি তাদের প্যানেল থেকে নির্বাচন করছেন। রোজিনা বলেন, করোনা মহামারির সময় আমরা দেখেছি, স্বামী স্ত্রীকে, সন্তান মাকে ছেড়ে গেছে। কিন্তু মিশা-জায়েদ কাউকে ছেড়ে যায়নি। করোনায় আমাদের অনেক শিল্পী মারা গেছেন। তাদের পাশে মিশা-জায়েদই ছুটে গেছে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে। করোনা রোগীকে নিজ কাঁদে উঠিয়েছেন তারাই। শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করা পর্যন্ত সহযোগিতা করেছে। কেউ হাসপাতালে ভর্তি হয়েছে, সঙ্গে সঙ্গে জায়েদ ছুটে গেছে এবং অন্য সদস্যদের জানিয়েছে। সে শিল্পীদের মধ্যে একটি আত্মিক বন্ধন সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কাউকে তো এভাবে শিল্পীর পাশে ছুটে যেতে দেখিনি। শুধু সমিতির সদস্য নয়, অন্য শিল্পীদের পাশেও জায়েদকে ছুটে যেতে দেখেছি। অ্যান্ড্রু কিশোর শিল্পী সমিতির সদস্য ছিলেন না। কিন্তু জায়েদ রাজশাহী ছুটে গিয়েছিল তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। রোজিনা বলেন, করোনা মহামারির সময় যখন নিম্ন আয়ের শিল্পীরা কাজহীন তখন শিল্পী সমিতি একাধিকবার তাদের সহায়তা করেছে। রোজিনা বলেন, বিগত দুই মেয়াদে মিশা-জায়েদ নির্বাচিত হয়ে সমিতির চেহারা বদলে দিয়েছে। আগে সমিতির কার্যালয়টিতে যাওয়ার মতো অবস্থা ছিল না। বসার পরিবেশ ছিল না। শিল্পীদের রেস্ট রুম এমন হবে কেন? মিশা-জায়েদ কমিটিতে এসে সমিতির কার্যালয়ের উন্নয়ন করেছে। কার্যালয়টিকে আধুনিক ও নান্দনিক রূপ দিয়েছে। এখন সেখানে যেতেও ভাল লাগে। শিল্পী-সাংবাদিকদের সাথে বসে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা দৃশ্যমান এ কাজগুলো করেছে। হ্যাঁ, কাজ করলে ভুল-ত্রুটি হবে। কাজ না করলে ভুল হয় না, আবার কাজও হয় না। দেখতে হবে, এর মাঝে ভাল কাজগুলো হয়েছে কিনা। মিশা-জায়েদ অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। শিল্পী সমিতির জন্য এমন নেতৃত্বই প্রয়োজন। আমি এবং আমরা সিনিয়র শিল্পীরা তাদের ভাল কাজের সাথে আছি এবং তাদের সমর্থন দিয়ে যাব। তাদের উন্নয়নের ধারাবাহিকতায় সহযোগিতা করব। রোজিনা বলেন, যেকোনো সংগঠনের জন্য দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ। মিশা-জায়েদের দক্ষ নেতৃত্বে সমিতি আজ উজ্জ্বল অবস্থানে রয়েছে। বিশেষ করে জায়েদ সমিতি এবং সদস্যদের প্রতি নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। তার নেতৃত্ব প্রশংসনীয়। তাকেই সমিতির জন্য প্রয়োজন বলে মনে করি। আমি মনে করি, সদস্যরাও তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। উল্লেখ্য, এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের সাথে ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী সমিতি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ