মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান গত বছর করোনা মহামারির মধ্যেই ১৪টি দেশে সরকারি সফরে গিয়েছিলেন। এ বছরের প্রথম বিদেশ সফরে তিনি আলবেনিয়ায় যাচ্ছেন। এ সফরে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর ডেইলি সাবাহর। আলবেনিয়ান পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকেএ) অর্থায়নে পুনর্নির্মাণ করা এথেম বে মসজিদেরও উদ্বোধন করবেন এরদোগান। এরদোগান ল্যাকপ্রদেশে তুরস্ক নির্মিত কমপ্লেক্সগুলোরও উদ্বোধন করবেন, যা ২০১৯ সালের শেষের দিকে ৬.৩ মাত্রার ভূমিকম্পের পর এলাকায় অনেক ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় ৫১ জন নিহত হন, ৯০০ জনেরও বেশি আহত হন এবং প্রায় ১৭ হাজার লোক বাস্তুচ্যুত হন। ২০২০ সালের ডিসেম্বরে তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (টিওকেআই) আলবেনিয়ান শহর ৫২২টি বাসস্থান নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর এবং নভেম্বরে দুটি ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন এমন লোকের জন্য বাসস্থান বরাদ্দ করা হবে। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।