Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলবেনিয়ায় বড় আন্দোলনের প্রস্তুতি সরকার বিরোধীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

সরকারের সঙ্গে মাদক বিক্রেতাদের যোগসাজশের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমির জাফাজের পদত্যাগ দাবিতে রাজধানী তিরানায় বড় রকমের আন্দোলনের প্রস্তুতি নিয়েছে আলবেনিয়ার বিরোধী দলগুলো। এরআগে গত সপ্তাহ থেকে দেশটির সংসদ কার্যত অচল করে রেখেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশটির সংসদে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বাদে কোনো বিষয়ে কোনো ধরনের শুনানি বন্ধ রয়েছে। তবে এর মধ্যেও পরিস্থিতি খুব স্বাভাবিক দেখিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রমনা। দলের সমর্থকদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি, একইসঙ্গে বিভিন্ন বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। এসব বৈঠকে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন রমনা। বলকান ইনসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ