Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির জন্য আনুশকার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:১৬ পিএম

প্রথমে প্রেম, পরে বিয়ে। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ২০১৭ সাল থেকে ঘর করছেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। এ সময়ের মধ্যে শুধু একজন ক্রিকেটার, একজন অধিনায়কই নন, ঘরের মানুষ হিসেবেও দেখেছেন আনুশকা। সম্প্রতি ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তার এ সিদ্ধান্তের জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই।

কোহলির সিদ্ধান্তের পরে ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট সহ আরও অনেক বলিউড তারকা। আর এবার বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তা দিয়েছেন কোহলির জন্য।

আনুশকা বলেছেন, ‘আমি জানি যে কোহলির অনেক খুঁত রয়েছে। কিন্তু তারপরও ক্রিকেটের প্রতি তার সদিচ্ছা সব সময় ছিল। তাই তার সিদ্ধান্তের প্রশংসা করি।’

কোহলির উদ্দেশে আনুশকা লিখেছেন, ‘তুমি ভান করতে পারো না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। কারণ সবাই তোমার পবিত্র ইচ্ছাটাকে দেখতে পায়, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। তারা সত্যিই ভাগ্যবান, যারা তোমার চোখের গভীরে তোমার মনটা দেখতে পায়। তোমার মধ্যেও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি কোনোদিন সেগুলো লুকানোর চেষ্টা করোনি। সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছ।’

তিনি আরো লিখেছেন, ‘আমার ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন তুমি এসে বলেছিলে যে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেয়ায় তোমাকে টেস্টের অধিনায়ক করা হয়েছে। আমার মনে আছে, সেদিনই আমি, তুমি ও ধোনি বসে গল্প করছিলাম, যখন ধোনি মজা করে বলছিল, কত তাড়াতাড়ি তোমার দাড়ি পাকতে শুরু করবে। সেদিন থেকে আমি তোমার দাড়ি পাকতেই শুধু দেখিনি, মানুষ হিসেবে তোমার উন্নতি দেখেছি। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তোমার উন্নতি দেখে আমি গর্বিত। তুমি দলকে অনেক সাফল্য দিয়েছ। তবে এই সময়ে তোমার ভেতরের উন্নতি দেখে আমি আরও গর্বিত।’

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিরাটের পথ ছিল কঠিন। তিনি জানিয়েছেন, সেই রাস্তার প্রতিটি বাধার বিরুদ্ধে লড়াই করেছেন কোহলি। যখন ব্যর্থ হয়েছেন, তখন তিনি কেঁদেছেন। ভেবেছেন দলের জন্য আর কী করতে পারবেন।

অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কোহলি ঠিক করেছেন বলে মনে করেন আনুশকা। তিনি লিখেছেন, ‘এই সাত বছরে তুমি যা শিখেছ, তা তোমার কাছ থেকে আমাদের মেয়েও শিখবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্তা

৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ