বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্বপরিচিত এক নারীর সঙ্গে তোলা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে রবিউল আউয়াল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিউল আউয়াল (২২) বাঁশখালী থানার দক্ষিণ সাধনপুর এলাকার দিদারুল আলমের ছেলে। সোমবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ৯ জানুয়ারি এক ভুক্তভোগী অভিযোগ করেন, তার স্ত্রীর সাথে রবিউলের ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন রবিউল নিজে। ছবির সঙ্গে রবিউল তার স্ত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বাক্য লিখেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে র্যাব রবিউলকে রোববার আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী ৯ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ঘটনার দায় স্বীকার করেছেন। রবিউল জানিয়েছেন, অভিযোগকারীর স্ত্রী তার পূর্ব পরিচিত। পরিচিত হওয়ার কারণে ভিকটিমের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ছিল। স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য রবিউল সেসব ছবি পোস্ট করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।