Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে ভুয়া টিকা দেয়ার অভিযোগে নার্স গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১১:০৯ এএম

করোনা প্রতিরোধে ভুয়া টিকা এবং সনদ দেয়ার অভিযোগে গ্রেফতার হলো ইতালির এক নার্স। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) পালেরমো শহরে তাকে গৃহবন্দি করা হয়। ‘ফিয়েরা দেল মেদিতার্নো’ স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ঐ নারী এক দম্পতিকে ভুয়া ভ্যাকসিন প্রদানের সময় ধরা পড়েন।
গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, অর্থের বিনিময়ে নার্স ইনজেকশন দিচ্ছেন ওই দম্পতিকে। কিন্তু সিরিঞ্জে করোনার প্রতিষেধক ছিল না।
এর আগে, গত সপ্তাহে দেশটির আনকোনা শহর থেকে এক পুরুষ সেবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ৫০ জনকে ভুয়া টিকা এবং সনদ প্রদানের অভিযোগ রয়েছে। স্বাস্থ্যসেবার নামে সরকারের সুনাম নষ্টের অপকর্ম রুখতেই নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ