বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম খুব শিগগিরিই শুরু হবে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ইতোমধ্যে সড়ক প্রস্থত করার জন্য শহরের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে । ইছামতি নদীর দখল হয়ে যাওয়া দুই পাড় দখল মুক্ত করা হবে। সারা দেশে নদী ও সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চলছে। পাবনাতেও এর ব্যতিক্রম হবে না। আজ বুধবার ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সাহসী উচ্চারণ করেন ,জেলা প্রশাসক। সংগঠনের আহ্বায়ক দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক সহযোগি অধ্যাপক এস.এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, শিক্ষাবিদ এ কে মির্জা শহিদুল ইসলাম, পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল করিম, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি এনামুল হক টগর, বাপা জেলা শাখার সেক্রেটারী সাংবাদিক আব্দুল হামিদ খান, চেম্বারের পরিচালক, সাংবাদিক এবিএম ফজলুর রহমান, কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,রিপোর্টাস ইউনিটি পাবনার সেক্রেটারী কাজী মাহবুব সোর্শেদ বাবলা,কৃষিবিদ জাফর সাদিক , দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আমিনুর রহমান খান, রেড ক্রিসেন্ট সোসাইটি এডওয়ার্ড কলেজ ইউনিটির শাখার উপ-যুব প্রধান রাসেল হোসাইন। বক্তারা বলেন, ইছামতি নদী দখল ও দূষণ মুক্ত হওয়া এখন সময়ের দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।