প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার বাংলাদেশি শিল্পীদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘কোক স্টুডি’। এর আগে ভারত ও পাকিস্তানের গান নিয়ে অনেক সিজন রয়েছে কোক স্টুডিওর। এরই মধ্যে ‘কোক স্টুডিও’তে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে গান রেকর্ডিং ও ভিডিও ধারণের কাজ শুরু হয়েছে। বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির স্টুডিতে কোমলপানীয় কোকাকোলার পৃষ্ঠপোষকতায় কাজটি করছে গ্রে ঢাকা।
জানা গেছে, এবারের ‘কোক স্টুডিও’তে শিল্পীদের তালিকায় আছেন বাপ্পা মজুমদার, অর্ণব, মমতাজ, পান্থ কানাই, মিজান, কনা। এরই মধ্যে রেকর্ডিং দৃশ্যধারণে অংশ নিয়েছেন তারা। আর ভিডিও নির্মাণ করছেন- পরিচালক শাহরিয়ার পলক।
এদিকে দীপ্ত টিভির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ গোপনীয়তায় শুট চলছে ‘কোক স্টুডি’ বাংলার। আইডি কার্ড ছাড়া সে অংশে কেউ প্রবেশ করতে পারে না। আরো জানা গেছে, দীপ্ত টিভি ছাড়াও এর মধ্যে শুট হয়েছে এফডিসিসহ ঢাকার বেশ কিছু জায়গায়।
তবে কবে থেকে ‘কোক স্টুডি’ প্রচারে আসবে তা এখনও জানা যায়নি। প্রচারে আসার সময়টা ঘটা করেই জানাতে চায় সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের তারকা শিল্পীদের নিয়ে গানের আয়োজন ‘কোক স্টুডি’ এ উপমহাদেশে তুমুল জনপ্রিয় পেয়েছিলো। এবার সে তালিকাতেই যুক্ত হচ্ছে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।