মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ পার্লামেন্টে চীনা গুপ্তচরের অণুপ্রবেশ ঘটেছে বলে এক সতর্কবার্তা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এমআইফাইভ।
ক্রিস্টাইন চিংকুই লি নামের এই নারী চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে দেশটির বর্তমান কয়েকজন আইনপ্রণেতা ও রাজনীতিবিদের যোগাযোগ স্থাপন করিয়েছেন বলে দাবি সংস্থাটির। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের জন্যই এই অনুপ্রবেশ ঘটানো হয়েছে। এমনকি হংকং ও চীন থেকে আসা অর্থের মাধ্যমে বেশ কয়েকটি রাজনৈতিক তহবিলেও সহায়তা করেছেন ওই নারী।
হোয়াইট হল সূত্র জানিয়েছে, এমআইফাইভ-এর দীর্ঘদিনের পরিচালিত গুরুত্বপূর্ণ তদন্তে এসব তথ্য উঠে এসেছে।
লি’র অর্থ গ্রহণ করা একজন এমপি হলেন লেবার পার্টি ব্যারি গারডিনার। লি’র কাছ থেকে পাঁচ বছরে ৪ লাখ ২০ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। তবে গার্ডিনার জানিয়েছেন, এই অর্থ গ্রহণের বিষয়ে তিনি সবসময় এমআইফাইভকে অবহিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপ শনাক্ত করতে যুক্তরাজ্যের পদক্ষেপ সুনির্দিষ্ট করা আছে। তবে ব্রিটিশ রাজনীতিতে এধরনের অণুপ্রবেশের কথা অস্বীকার করেছে চীন। সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।