Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা ইজতেমা

ঝালকাঠি প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১:৫০ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে ইকো পার্ক এলাকায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের বয়ান শেষে সকাল থেকে ইজতেমা ময়দানে মাসোয়ারা ও কোরআন তেলায়াত চলছে। জোহর, আছর ও মাগরিব নামাজের পর এক একজন বুজুর্গ বয়ান করবেন। বুধবার থেকেই ইজতেমার ময়দানে মুসল্লিদের আগমন শুরু হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশ গ্রহন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। ঝালকাঠিসহ আশেপাশের জেলা ও উপজেলা থেকেও দলবেধে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসছেন। ইজতেমায় আগতদের নিরাপত্তা দেওয়ার জন্য ময়দান ও এর আশেপাশের এলাকায় পুলিশ নিযুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ