Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নিতাইগঞ্জে ককশিটের গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৫:১২ পিএম

নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮নং ওয়ার্ডের এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে শহরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জে আমিনুল ইসলাম লিপুর ওই ককশিটের গুদামে আগুন লাগে।
তিনি আরও জানান, টিকার পরিত্যক্ত কার্টনগুলো প্রতিটি ফয়েল পেপার দিয়ে মোড়ানো ছিল। যে কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকা-ের কারণ তদন্ত শেষে বলা যাবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, বিদেশ থেকে যেসব কার্টনে করোনার টিকা আনা হয়েছে, সেগুলো নলুয়াপাড়ায় খালি জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল। এসব কার্টনে হঠাৎ আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ