Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় মাদ্রাসাছাত্রী অপহরণকারী যুবক গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৩:৫৩ পিএম

খুলনায় মাদ্রাসা ছাত্রী অপহরণকারী এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে (রাত দেড়টা) জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার এলাকা থেকে র‌্যাব-৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেফতার করে। সে জেলার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের রজব আলীর ছেলে।

গত ২ জানুয়ারী সকালে খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) মাদ্রাসা যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ছাত্রীটির মা বাদি হয়ে কয়রা থানায় ৭ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ