বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে জেলার কালাই উপজেলার বহুতি গ্রাম থেকে মানবদেহের কিডনি ক্রয় বিক্রয়কারির মূল হোতাসহ ৯ আসামিকে গ্রেপ্তার করেছে।
র্যাব-জানায় ১১ জানুয়ারী (মঙ্গলবার) দিবাগত রাতে জয়পুরহাট জেলার কালাই উপজেলার বুহুতি গ্রামে
এক অভিযান চালিয়ে কালাই থানার বৈরাগীহাট এবং মোসলেমগঞ্জ এলাকা থেকে মানব দেহের মূল্যবান অঙ্গ কিডনি ক্রয় বিক্রয়কারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেফতারকৃতরা হলো অলিপুর ফকির পাড়া গ্রামের আবু সাঈদ এর পুএ মোঃ খাজা ময়েনউদ্দিন (৪৪) আবুজার রহমানের পুত্র মোঃ আজাদুল ইসলাম (৩৭)মোঃবোরহান এর পুত্র মোঃ আব্দুল করিম আলী (৪৫)বহুতি (ফকিরপাড়া)কছিম উদ্দিনের পুত্র মোঃআফসার ফকির (৫৬) পাইক পাড়া গ্রামের আসির উদ্দিন এর পুত্র মোঃ নুরুল ইসলাম (৫০) পূর্ব কৃষ্টপুর গ্রামের আবু বক্কর এর পুত্র মোঃ বাবলু ফকির(৫২) দুধাইল নয়াপাড়া গ্রামের আব্বাস আলী মন্ডল এর পুত্র মোঃ সোবহান মন্ডল(৫২)ও মোঃ মজাহিদুল মন্ডল(৪০)দুধাইল নয়াপাড়া গ্রামের মোখলেসুর রহমানের পুত্র মোঃ সাজেদুল ফকির(৩৭)
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার বলেন
জয়পুরহাটের কালাই উপজেলারয় দীর্ঘদিন যাবৎ কিডনি ক্রয় বিক্রয় কারী দালালদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রধানত গরিব, দরিদ্র ও আর্থিক অনটনে জর্জরিত মানুষদের টার্গেট করে। অতঃপর অর্থের প্রলোভন দেখিয়ে তাদের দেহ হতে কিডনি সংগ্রহ করে। সংগ্রহকৃত কিডনি গুলোর গ্রাহক প্রধানত দেশের ধনী পরিবার ও পার্শ্ববর্তী দেশ সমূহ। চক্রটি বিভিন্ন ধাপে ভিকটিমদের কিডনি গ্রাহক শ্রেণীর কাছে অস্ত্রোপচারের মাধ্যমে সরবরাহ করে থাকে। ভিকটিমরা শুধুমাত্র মোটা অঙ্কের টাকার লোভেই উক্ত কাজে প্ররোচিত হয়ে কিডনি দিয়ে পরবর্তীতে কিন্তু কিডনি নিয়ে চক্রটি চুক্তি মোতাবেক পাওনা পরিশোধ করে না। পরবর্তীতে ভিকটিমরা টাকা চাইলে তাদের প্রাণনাশের হুমকি সহ আইনের ভয়-ভীতি প্রদর্শন করে। এভাবে উল্লেখিত অঞ্চলের বহু মানুষ প্রতারিত ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।