Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে নাসিম ও শাওন লড়বেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আগামী ২৮ জানুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হবে টেলিভিশন শিল্পী সংঘ ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুটি নির্বাচন নিয়ে ইতোমধ্যে টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গণ বেশ সরব হয়ে উঠেছে। চলচ্চিত্র শিল্পী সমিতিতে ইতোমধ্যে দুটি প্যানেল প্রায় চূড়ান্ত হয়েছে। একটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন ও নিপূণ প্যানেল। তবে টেলিভিশন শিল্পী সংঘের প্যানেল এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, সংঘের বর্তমান সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সভাপতি পদে প্রার্থী হবেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হতে পারেন রওনক হাসান। অন্যদিকে, সভাপতি পদে মেহের আফরোজ শাওন প্রতিদ্ব›িদ্বতা করতে পারেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে কবির টুটুলকে দেখা যেতে পারে। বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেননি। নাসিম বলেন, এখন পর্যন্ত কোনো কিছুই চ‚ড়ান্ত হয়নি। নির্বাচনের আগ মুহূর্তে অনেক কথাই ছড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো কিছু বলা যায় না। ১৪ জানুয়ারি এ বিষয়ে জানা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ