প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে অভিনয়শিল্পী সংঘের দ্বি–বার্ষিক নির্বাচন। নির্বাচন উপলক্ষে গত ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল। আর জমা দেওয়ার তারিখ ছিল ২২ মে। এরপর গত ২৭ মে প্রকাশ করা হয় প্রার্থী তালিকা। ২৯ মে পর্যন্ত প্রার্থী প্রত্যাহারের সুযোগ দেয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এমন অনেক প্রার্থী ওই সময়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ২১ টি পদের জন্য প্রতিদ্ব›িদ্বতা করবেন ৫২ জন প্রার্থী। এরমধ্যে একজন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। চ‚ড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন তিন জন প্রার্থী। তারা হলেন, আশিকুল ইসলাম খান, মো: মিজানুর রহমান ও শহীদুজ্জামান সেলিম। সহ সভাপতি পদে নির্বাচন করবেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু, তানিয়া আহমেদ ও দিলু মজুমদার। আহসান হাবীব নাসিম ও মো: আব্দুল হান্নান লড়বেন সাধারণ সম্পাদক পদে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।