Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

২৮ বছরের মধ্যে সর্বোচ্চে জার্মানির বার্ষিক মূল্যস্ফীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

জার্মানিতে মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হারে বেড়েছে। ২০২১ সালে বার্ষিক মূল্যস্ফীতি ১৯৯৩ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। গত বছর জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, বিদায়ী বছরে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ। গত বছর ইউরোপের বৃহত্তম অর্থনীতির গড় মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত ডিসেম্বরে জার্মানিতে পণ্যের দাম ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বাড়ায় ও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশটির মূল্যস্ফীতির হারে ঊর্ধ্বগতি দেখা দেয়। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে মূল্যস্ফীতির হার তুঙ্গে থাকবে। এরপর আবারো কমবে এ হার। ডিপিএ সংবাদমাধ্যমের বরাতে লিবনিজ ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ বলেছে, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ২০২২ সালের শুরুর দিকে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যন্ত পৌঁছবে না। খবর রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্যস্ফীতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ