বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ৪টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল) কোহিনুর আক্তার। সোমবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ১ ও ২নং ওয়ার্ডে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে নেমে এ জরিমানা করেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, ২ নং ওয়ার্ডের মিজমিজি ও ১ নং ওয়ার্ডের পাইনাদি এলাকায় কাউন্সিলর প্রার্থীদের পক্ষের লোকজন একাধিক মাইক ব্যবহার, নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার ও প্রতীক তৈরি, অনুমোদনহীন ক্যাম্প পরিচালনা, আলোকসজ্জাকরণ, ক্যাম্পে একাধিক সাউন্ডবক্স ব্যবহার করায় ৪টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার নির্বাচনের প্রচারণায় সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আচরণবিধিমালায় যা যা আছে তার ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য-আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।