Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১:০৩ পিএম

দেউলিয়া হয়ে যেতে পারে শ্রীলঙ্কা। একদিকে মুদ্রাস্ফীতি। অন্যদিকে চীনের কাছে বিপুল ঋণের বোঝা। সেই জালে জড়িয়ে পড়ে আরও গভীর সমস্যায় ভারতের প্রতিবেশী দেশ। এই পরিস্থিতিতে চীনের কাছে ওই বিশাল ঋণ পরিশোধের বিষয়টি পুনঃনির্ধারণ করার অনুরোধ করেছে তারা।

এদিকে রেকর্ড ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি। গত বছর শ্রীলঙ্কার মুদ্রার দাম আন্তর্জাতিক বাজারে দ্রুত পড়ে যেতে থাকে। এর প্রভাব সরাসরি গিয়ে পড়েছে দৈনন্দিন রুটিরুজির হিসেবেও। ৩০ আগস্ট আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয় শ্রীলঙ্কায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে ফেলে। ফলে সাধারণ মানুষের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়।

রোববার শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সময় তার সঙ্গে বৈঠকে এই আরজি জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। চীনই শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক অংশীদার। তাদের কাছে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে শ্রীলঙ্কার। এখানেই শেষ নয়, দেশের আর্থিক বিপর্যয়ের মোকাবিলা করতে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার ধার করতে হয়েছে পরে। এই বিপুল অঙ্কের ঋণ এখন রাজাপক্ষে সরকারের অন্যতম মাথাব্যথা হয়ে উঠেছে। কেবল চীনই নয়, সেদেশের বিদেশি ঋণের মোট পরিমাণ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৪ সাল থেকেই ঋণের বোঝা বাড়তে শুরু করে কলম্বোর। সেই সঙ্গে ক্রমেই মুখ থুবড়ে পড়ে জিডিপি। ২০১৯ সালে তা পৌঁছে যায় ৪২.৮ শতাংশে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে এবছর সব মিলিয়ে অন্তত ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার শোধ করতেই হবে রাজাপক্ষে প্রশাসনকে। যা ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছে।

‘কলম্বো গেজেট’-এ সুহেল গুপ্টিল লিখেছেন, শ্রীলঙ্কাকে জোড়া বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। একদিকে বাণিজ্যিক ঘাটতি। অন্যদিকে আর্থিক ঘাটতি। এর মধ্যে গত ২ বছর ধরে চলতে থাকা করোনা পরিস্থিতি বিষয়টিকে আরও দুর্বিষহ করে তুলেছে। শেষ পর্যন্ত কী ভাবে এই সমস্যা থেকে মুক্তি পায় শ্রীলঙ্কা, সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের। সূত্র: কলম্বো গেজেট।



 

Show all comments
  • Tasin Araf ১১ জানুয়ারি, ২০২২, ৩:০১ পিএম says : 0
    তারাও একসময় চীণ থেকে ঋণ নিয়ে বাহাদুরি করেছিল, আমরাও সে পথেই হাটছি
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ১১ জানুয়ারি, ২০২২, ৩:০২ পিএম says : 0
    পার্শ্ববর্তী দেশগুলো উচিত তাদের পাশে দাঁড়ানো
    Total Reply(0) Reply
  • আবদুল মান্নান ১১ জানুয়ারি, ২০২২, ৩:০৩ পিএম says : 0
    শ্রীলঙ্কার জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক খবর
    Total Reply(0) Reply
  • নাজিম ১১ জানুয়ারি, ২০২২, ৩:০৪ পিএম says : 0
    প্রত্যেকটি দেশের উচিত ঋণ নির্ভরতা কমিয়ে আনা
    Total Reply(0) Reply
  • রোমান ১১ জানুয়ারি, ২০২২, ৩:০৪ পিএম says : 0
    শ্রীলঙ্কার এই অবস্থা থেকে আমাদের শিক্ষাগ্রহণ করা উচত
    Total Reply(0) Reply
  • jamil ১১ জানুয়ারি, ২০২২, ৩:২৩ পিএম says : 0
    Beawar from china ... they are silent killer .. Pakistan also facing the same situation
    Total Reply(0) Reply
  • ashraful alam ১১ জানুয়ারি, ২০২২, ৪:০৮ পিএম says : 0
    The Lsnkan should justified their action on muslim community.They forcibly banned nekab for Muslim women. like many other countries, Sri Lanka haven't taken lesson from Covid-19. A government shouldn't be for a class. government should ensure justice for all its people. failure of a leader for equality and justice cause sufferings for whole community.
    Total Reply(0) Reply
  • No name ১৩ জানুয়ারি, ২০২২, ৯:১৮ পিএম says : 0
    গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম শ্রীলংকা ইভেলীতে ইনভেস্ট করে দেউলিয়া হয়ে গিয়েছে।। এখন তারা এ সংবাদ কারো কাছে প্রকাশ করতে পারছেনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ