মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা দুই বছর ধরে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে সারা বিশ্ব। করোনার টিকা আবিষ্কার হলেও প্রাণঘাতী এই ভাইরাস থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। বিশ্বজুড়ে প্রতিদিনই বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। অবশ্য করোনায় আক্রান্ত হলেও এর প্রভাব সবার ওপর সমান ভাবে পড়ে না। তবে অন্তঃসত্ত্বা নারীদের ওপর করোনা খারাপ প্রভাব ফেলে এমন ধারণাও প্রচলিত রয়েছে। তবে করোনা টিকা নিলে অন্তঃসত্ত্বা নারী বা অনাগত সন্তানের কোনো ক্ষতি হয় না বলে জানিয়েছে যুক্তরাজ্য। আর তাই করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীদের দেরি না করার আহ্বান জানিয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা বা প্রযোজ্য ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ গ্রহণে দেরি না করতে সরকারিভাবে ক্যাম্পেইন পরিচালনা করছে যুক্তরাজ্য। ক্যাম্পেইনের অংশ হিসেবে ইতোমধ্যেই যেসব অন্তঃসত্ত্বা নারী করোনা টিকা নিয়েছেন, তারা এর পক্ষে রেডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন।
ব্রিটিশ সরকারের দাবি, করোনা টিকা নিরাপদ এবং প্রজনন ক্ষমতার ওপরে এটি কোনো প্রভাব ফেলে না। যুক্তরাজ্যের প্রসূতিদের স্বাস্থ্যের ওপরে নজরদারি বিষয়ক সংস্থা ইউকে অবসটেট্রিক সার্ভেলেন্স সিস্টেম (ইউকেওএসএস)-এর তথ্য অনুযায়ী, গত বছরের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে ৯৬ শতাংশেরও বেশি নারী কোভিড-১৯ টিকা নেননি। বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।