মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৬ বছর বয়সি মাহাথিরকে শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবরে বলা হয়, হার্ট ইনস্টিটিউট জানিয়েছে- মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কতৃর্পক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কতৃর্পক্ষ। গত বছরের ১৬ ডিসেম্বর মাহাথির মোহাম্মদ ভর্তি হওয়ার পর এক সপ্তাহ হাসপাতালে অবস্থান করে বাড়িতে ফেরেন। মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয় এবং বাইপাস সার্জারি করা হয়। তিনি তিনবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১৯৮৯ সালে একবার এবং ২০০৬ সালে তিনি দুইবার আক্রান্ত হন। স্ট্রেইট টাইমস, মালয় মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।