বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গায় মসজিদের সামনে উচ্চশব্দে গান বাজানোর প্রতিবাদ করায় মসজিদ কমিটির সভাপতি ও বিকাশ ব্যবসায়ী আরিফ হাসানকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ১০টার দিকে দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজ সড়কের লিচুতলায় এ ঘটনা ঘটে। এসময় আরিফ হাসানের চিৎকার শুনে স্থানীয় রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আরিফ হাসান চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া স্কুলপাড়ার মৃত আমানত আলীর ছেলে, সুমিরদিয়া স্কুলপাড়া জামে মসজিদের সভাপতি ও চুয়াডাঙ্গা কোর্ট মোড়ের বিকাশ ব্যবসায়ী।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট) বিকেলে আসরের আজানের সময় স্কুলপাড়া মসজিদের সামনে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন কেদারগঞ্জপাড়ার আকবার আলীর ছেলে শরিফুল ওরফে ছোটনসহ বেশকিছু যুবক। এসময় মসজিদ কমিটির সভাপতি আরিফ হাসানসহ কমিটির সদস্যরা তাদেরকে আজানের সময় গান বাজাতে নিষেধ করে। এসময় সভাপতি আরিফ হাসানসহ কমিটির সদস্যদের সাথে শরিফুল ওরফে ছোটনসহ ওই যুবকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে উভয়পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করে। ঘটনার পদিন উভয়পক্ষকে সদর থানায় হাজির করে একটি আপস-মীমাংসা করে দেয় থানা কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।