পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাস্তার ওপর মার্কেট উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হকাররা। ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থায়ীয় নেতারদের ইন্দনে রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। হকারদের অবৈধ দাবির বিক্ষোভ সরাতে পারেনি আইন শৃংখলা বাহিনী। ফলে আইন শৃংখলা বাহিনী উত্তরার হকারদের বিক্ষোভ সরাতে বিলম্ব করার নেপথ্যের রহস্য কি? দীর্ঘ যানজটে আটকে থাকা বাসের যাত্রীরা বলছেন, রাস্তার ধারে বিরোধী দলের মানববন্ধন কর্মসূচি হলেও সড়ক বন্ধের অভিযোগ তুলে আইন শৃংখলা বাহিনী লাঠিপেটা করে। অথচ উত্তরায় মূল সড়ক ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখার পরও পুলিশ নীরব দর্শক ভুমিকায়। রহস্য কি?
গতকাল শনিবার সকালে ১০টার দিকে উত্তরার রবীন্দ্র সরণিতে জড়ো হয়ে প্রথমে হকাররা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। হকাররা অবস্থান নেওয়ায় সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। ফলে যাত্রীদের এক ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। অন্যদিকে যানজটের যন্ত্রণায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা যাত্রীরাও হকারদের কাছে জিম্মি হয়ে পড়েন। এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতিতে সড়ক থেকে সরে যান হকাররা।
জানা যায়, উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে উত্তরার রবীন্দ্র সরণিতে জড়ো হয়ে হকারা বিক্ষোভ শুরু করেন। পরে হকাররা উত্তরার রাজলক্ষ্মী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও সেøাগান দিতে দেখা যায় তাদের। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। হকাররা অবস্থান নেওয়ায় সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বেলা পৌনে দুইটার দিকে স্থানীয় সংসদ সদস্যের প্রতিশ্রুতিতে সড়ক থেকে সরে যান তারা।
তবে অবরোধের কারণে উত্তরা থেকে ফার্মগেইট ও মহাখালীমুখী সড়কে তীব্র যানজটে আটকা পড়েন হাজার হাজার মানুষ। এ সময় বিমানবন্দর, বনানী, ফার্মগেইট, ময়মনসিংহ সড়ক, বিজয় সরণি, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তার মোড়, সোনারগাঁও, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজারসহ আশপাশের রাস্তায় হাজার হাজার গাড়ি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে। লম্বা সময় অপেক্ষার পর পরিস্থিতির উন্নতি না দেখে হেঁটে গন্তব্যে রওনা হন অনেকে।
গাজীপুর থেকে বাসে আসা যাত্রী পলাশ মিয়া বলেন, বনানীর কাছ থেকে হেঁটে বাংলামটর এলাকায় গিয়েছি। দুই পাশের সড়কে কত গাড়ি আটকে ছিল তার কোনো হিসাব নাই। দুপুরে বিমানবন্দর এলাকায় একটি প্রাইভেট কারের চালক রহিম উদ্দিন বলেন, কোনো দিকেই গাড়ি ঘোরানোর পথ নেই। দুই বার চেষ্টা করেছি কিন্তু দেখলাম সব রাস্তায় গাড়ি ঘণ্টার পর ঘণ্টা বসে আছে স্টার্ট বন্ধ করে।
এদিকে, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা-বনশ্রী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল বিকাল ও সন্ধ্যায়ও যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। তবে হকারদের নেতা ও উত্তরা পূর্ব থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক রাসেল মণ্ডল বলেন, হকাররা বিক্ষোভ শুরুর পর সাংসদ হাবিব হাসান সেখানে যান। এরপর তার কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে তারা সড়ক ছাড়েন। সাংসদ বলেন, হকারদের দাবিগুলোর সঙ্গে তিনি একমত। তিনি সাত দিন সময় চেয়েছেন। এক সপ্তাহের মধ্যে তিনি এসব বাস্তবায়নের পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা জোনের ডিসি মো. সাইফুল হক ইনকিলাবকে বলেন, হকারা অযুক্তিক দাবি নিয়ে গতকাল সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘন্টার মত তারা সড়কে অবস্থান করে। পরে তাদের সরিয়ে দেয়া হয়। অবরোধ তুলে নেয়ার পর আস্তে আস্তে যানজট স্বাভাবিক হয়ে যায় বলে জানান তিনি।
অপরদিকে, গতকাল সকালে দুই দফা দাবি নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ময়মনসিংহ রোড অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে পুরো তেজগাঁও এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
তাদের দুই দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ এবং করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আগামী ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে আবারও বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে। তাই আমরা দাবি জানাচ্ছি, যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে যেন অনলাইনে পরীক্ষা নেয়া হয়। করোনা মহামারির কারণে আমাদের সময় নষ্ট হয়েছে। আমরা আর সময় নষ্ট করতে চাই না। ফুট ওভারব্রিজের দাবি প্রসঙ্গে ওই শিক্ষার্থী বলেন, কিছুদিন আগে রাস্তা পারাপারের সময় আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছি।
শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের বিষয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম বলেন, আমি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছি। মৌখিকভাবে বলেছি, ১১ জানুয়ারির পরীক্ষা স্থগিত, হলগুলো বন্ধ করে দেয়া হবে, যাতে তারা আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারে। আর পরবর্তীতে পরীক্ষা অফলাইনে নাকি অনলাইনে হবে সেটি নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত জানাব। সে জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সময় চেয়েছি।
তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের এডিসি হাফিজ আল ফারুক বলেন, দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা অনুরোধ করেছি, ভিসির সঙ্গে যোগাযোগ করেছি। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৪ ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।