পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রী নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ধানমন্ডির বাসা ঘিরে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ওই জিডির তদন্ত কার্যক্রম শুরুর বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার এসআই রাজিব হাসান। গতকাল রাতে জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব হাসান বলেন, জিডির কাগজপত্র আমরা গতকাল আদালতে দাখিল করেছি। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। এখনও ডাক্তার জাহানারা শঙ্কায় রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজিব বলেন, ধানমন্ডির বাসায় আমরা পুলিশি নজরদারি বৃদ্ধি করেছি। টহল জোরদার রয়েছে। জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা তাকে আশ্বস্ত করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।