Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে হাতপাখার সমর্থনে মাঠে নামলেন বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৭:০৬ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আলেম ওলামা ব্যবসায়ী চিকিৎসক, শিক্ষাবিদ, আইনজীবী যুবসমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী মাসুমবিল্লাহর সমর্থনে আজ শনিবার বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইবরাহীমের নেতৃত্বে প্রচারণায় মাঠে নামেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্পটে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে নাগরিক সমাজের ব্যানারে গণসংযোগ করেন।

এসময় ঢাকা সিটির আলোচিত কাউন্সিলর হাজী মো. ইবরাহীম বলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ অত্যন্ত সৎ ও কর্তব্যনিষ্ঠাবান ব্যক্তিত্ব। আমরা প্রত্যাশা করছি তিনি মেয়র নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনগণ যথাযথ নাগরিক সেবা ভোগ করতে পারবে। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সিটির নাগরিকদের একটি আদর্শ নগর উপহার দিতে সক্ষম হবেন।

তিনি আরো বলেন, আজ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতি ও সমর্থন ১৬ জানুয়ারী হাতপাখা প্রতীকের বিপুল ভোটে বিজয়ের আভাস দিচ্ছে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুমন আহমদ বলেন, মাসুম সাহেব শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জ সিটির অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের নাগরিকরা হাতপাখায় ভোট দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ আলেম ওলামাদের পূণ্যভূমি। এখানে আলেম ও খোদাভীরু একজন প্রার্থী মেয়র হবেন এটাই আমাদের প্রত্যাশা। আলেম সমাজের প্রতিনিধি ইমাম ঐক্য পরিষদের চেয়ারম্যান আল্লামা আজহারুল ইসলাম আজমীও হাতপাখা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআই এর সদস্য এম এইচ মোস্তফা বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাদাঁবাজমুক্ত একটি নগর দেখতে চায়। একজন সৎ সাহসী ব্যক্তিই পারে এই কাজটি করতে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা মুফতী মাসুম বিল্লাহ’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ।

সংখ্যালঘু সম্প্রদায় এর প্রতিনিধি কার্তিক বাবু বলেন, মুফতী মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সিটির সংখ্যালঘুদের বিপদে আপদে সবসময় পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছেন। সংখ্যালঘুদের যথাযথ অধিকার নিশ্চিতকরণ ও একটি নিরাপদ নগর গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে আমরা কাজ করবো।

এছাড়াও আইনজীবী সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যুব সমাজের প্রতিনিধিগণসহ নাগরিক সমাজ এর ব্যানারে সমর্থন ও গণসংযোগে এসময় আরো উপস্থিত ছিলেন সার্ভ বাংলাদেশের সভাপতি সৈয়দ ওমর ফারুক, শ্রমিক নেতা শফিকুল আমিন খান,ওবায়দুল্লাহ বরকত, শানে সাহাবার সভাপতি মুফতী শামীম আল আরকাম, অ্যাডভোকেট কাউসার, নূর এ আলম নকীব ও মোস্তাফিজুর রহমান।



 

Show all comments
  • ইনশাআল্লাহ , মুফতী মাসুম বিল্লাহ বিজয়ী হবেন! ৮ জানুয়ারি, ২০২২, ৯:০৫ পিএম says : 0
    ইনশাআল্লাহ , মুফতী মাসুম বিল্লাহ বিজয়ী হবেন! হাত পাখা
    Total Reply(0) Reply
  • Mohiuddin ১১ জানুয়ারি, ২০২২, ২:০৫ পিএম says : 0
    ইনশাআল্লাহ নির্বাচন নিরপেক্ষ হলে হাতপাখা পার্থী মুফতি মাসুম বিল্লাহ ভাই বিজয়ী হবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিক নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ