বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৯৯৯ থেকে কল পাওয়ার পর বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরের মাটিডালীর ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন - ফারুক মিয়া (৩০), সুজন (২৩), তরিকুল ইসলাম (২৪), রাকিব হাসান (২২), সজল আহাম্মদ (২৪), রায়হান (২৫), রাকিবুর রহমান (৩০), লিমা (৩০), মুসলেমা (২০), শিখা (২৫), আলো (২২), সাদিয়া (২১), সালমা (১৯), শাহানা (২৯), আখতার বানু (১৯), প্রিয়া (২২) ও আয়শা (২২)।
আটকদের অধিকাংশের বাড়ি বগুড়া, জয়পুরহাট, গাজীপুর, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, জরুরী পরিষেবা ৯৯৯ থেকে কল পাওয়ার পর ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১০ নারীসহ ১৭ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।