Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, ১৭ নারী-পুরুষকে জেল জরিমানা ১ জনকে মামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৪ এএম

সিরাজদিখান উপজেলার এম জে হলিডে রিসোর্টে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে ।
শনিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া এ জেল জরিমানা প্রদান করেন। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা গ্রামের ওই রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করে পুলিশ।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ জন নারী ও ৬ জন পুরুষকে সাত দিনের জেল প্রদান করা হয়। এছাড়া চারজন পুরুষকে ৫ হাজার টাকা করে জরিমানা ১ জনকে নিয়মিত মামলা প্রদান করা হয়েছে। জেল জরিমানাকৃতদের বাড়ি ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ