Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান থেকে ১৩ দিনে তুরস্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

১৩ দিন পর পাকিস্তান থেকে পণ্য নিয়ে ইরানে ওপর দিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছে বাণিজ্যিক ট্রেন। ১০ বছর বন্ধ থাকার পর তিন দেশের সমঝোতা অনুসারে আবারো পণ্যবাহী বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু করেছে ইরান, তুরস্ক ও পাকিস্তানের মধ্য দিয়ে। এর মাধ্যমে এ তিন দেশ ও তাদের পার্শ্ববর্তী দেশগুলোতে বাণিজ্য বাড়বে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে টিআরটি। ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল রুটের প্রথম বাণিজ্যিক ট্রেনটি তুরস্কে পৌছায় পাকিস্তানের পণ্য নিয়ে। পুনরায় চলাচল শুরু হওয়ার পর এ বাণিজ্যিক ট্রেনটি ইরানের মধ্য দিয়ে এসেছে। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বাণিজ্যিক ট্রেনটির আঙ্কারায় পৌঁছার দিনটি স্মরণীয় করে রাখার চেষ্টা করা হয়। এ বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলোগ্লু বলেন, পাকিস্তান-ইরান-তুরস্ক রেলওয়ে রুট চালু হওয়ার পর তা শিল্পপতি ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ রেলওয়ে পথের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে পণ্য পরিবহন করা যাবে। তিনি বলেন, এ রেলওয়ে পথের মাধ্যমে সমুদ্রপথে পণ্য পরিবহনের চেয়ে কম সময় লাগবে এবং স্বল্প অর্থ ব্যয় হবে। আগে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সমুদ্রপথে বাণিজ্য করতে ৩৫ দিন সময় লাগত, এখন লাগবে মাত্র ১৩ দিন। এ পথের মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে। এ রেলওয়ে করিডোরের মাধ্যমে তুরস্কের রফতানিকারকরা বিশ্বের সবচেয়ে জনবহুর অঞ্চলের দেশ পাকিস্তান,ভারত, চীন, আফগানিস্তান ও ইরানে তাদের কার্যক্রম চালাতে পারবেন। টিআরটি।



 

Show all comments
  • Md. Mizanur Rahman ৮ জানুয়ারি, ২০২২, ২:৫৩ এএম says : 0
    বাণিজ্যিক ট্রেনের সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • মিফতাহুল জান্নাত ৮ জানুয়ারি, ২০২২, ২:৫৩ এএম says : 0
    পাকিস্তান-ইরান-তুরস্কের মধ্যে ভালো এবটা নেটওয়ার্ক থৈরি হলো।
    Total Reply(0) Reply
  • হুসাইন আহমেদ হেলাল ৮ জানুয়ারি, ২০২২, ২:৫৪ এএম says : 0
    এটা তিন দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ