Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নেছারাবাদে প্রতিপক্ষের হাত থেকে ছেলেকে বাচাতে এসে ঘুষির আঘাতে দাত হারালেন পিতা

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ১২:৩০ পিএম

নেছারাবাদ উপজেলার সারেংকাঠিতে প্রতিপক্ষের হাত থেকে ছেলেকে বাচাতে এসে ঘুষির আঘাতে দাত হারালেন মো: দেলোয়ার হোসেন(৫৩) নামে এক শ্রমজীবি পিতা। একইসাথে প্রতিপক্ষরা ওই অসহায় পিতার বাম হাতের পেশিতে ইট দিয়ে থেতলি দিয়েছেন। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পরে সারেংকাঠি মহিলা মাদ্রাসার পাশে বসে প্রতিবেশি সাইফুল, বাবু, হাসান একান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা একই গ্রামের কালাম মৃধার ছেলে। এ ঘটনায় ওই এলাকায় এখন উভয় পক্ষের মধ্য একটা উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত দেলোয়ার হোসেন নেছারাবাদ উপজেলা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আহতের পরিবার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত আনোয়ার হোসেন মৃধা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট ছেলে শাহরিয়ার সচ্ছ(১৬) এর কপালে কালাম মৃধার ছোট ছেলে হাসান(১৮) গুলোন বাস(ছটকা) দিয়ে একটি ইটের টুকরো মারে। এতে তার ছেলে আঘাত প্রাপ্ত হয়ে হাসানকে জিজ্ঞাসা করে। কপালে আঘাত করার কৈফিয়াত চাওয়াতে উল্টো তার ছেলেকে হাসান মারধর করলে তিনি ও তার স্ত্রী সেলিনা ছুটে আসেন। সাথে সাথে হাসানের ভাই সাইফুল, বাবু তেড়ে এসে আনোয়ার হোসেন ও তার স্ত্রী সেলিনাকে বেদম মারধর করে। এক পর্যায়ে আমাকে সজোড়ে ঘুষি দিলে একটি দাত ভেঙ্গে মুখ থেকে রক্তের স্রোত বের হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ি। এসময়, প্রতিপক্ষরা ইট দিয়ে আমার শরীরের ভিবিন্ন জায়গায় আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। পরে স্বজনরা আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে।

অভিযোগের ব্যপারে জানতে চাইলে অভিযুক্তরা বলেন উল্টো তারা আমাদের মারধর করেছেন। আমরা কেবল আত্মরক্ষার্থে তাদের সরিয়ে দিয়েছি।

নেছারাবাদ থানার দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক (এ,এস,আই) মনির বলেন এ ব্যাপারে দেলোয়ার হোসেন থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে তাদের আগে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ