Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ সৎপিতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ১২:০৬ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার থানার মীরেরখিল এলাকা থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয় বলে র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান। তিনি বলেন, র‌্যাব কার্যালয়ে এক নারী অভিযোগ করেন, বুধবার সকালে তার স্বামী তাকে বাসা থেকে বের করে দিয়ে মেয়েকে ‘ধর্ষণ করেন’। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন। ওই অভিযোগ পাওয়ার পর মীরেরখিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় । আটক ব্যক্তি ওই নারীর দ্বিতীয় স্বামী। মেয়েটি তার বাবার সঙ্গে থাকলেও স্কুল বন্ধ থাকায় হাটহাজারিতে মা ও সৎ বাবার কাছে বেড়াতে এসেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ