Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে বড় বাজেটের ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

বড় বাজেট নিয়ে শুরু হচ্ছে হাটহাজারীতে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে তিন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ৬৪ জন শাটলার। এর মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে ১৬ জন, নন প্রফেশনাল ৩২ জন এবং প্রবীণ ক্যাটাগরিতে ১৬ জন খেলবে। টুর্নামেন্টের প্রাইজমানি থাকছে এক লাখ ৭০ হাজার টাকা। তার মধ্যে প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবে ৫০ হাজার টাকা, রানার আপ পাবে ৩০ হাজার, নন প্রফেশনাল ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পাবে ৩০ হাজার, রানার আপ পাবে ২০ হাজার টাকা। প্রবীণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ২৫ হাজার, রানার আপ পাবেন ১৫ হাজার টাকা। আগামী ৮ জানুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। ইডেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খালেদ মাহমুদ জানান, এ টুর্নামেন্টে জাতীয় দলের শীর্ষ তারকা খেলোয়াড়রা খেলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ