Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইউপি নির্বাচনে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম | আপডেট : ৩:২৫ পিএম, ৫ জানুয়ারি, ২০২২

চট্টগ্রামের বোয়ালখালীর অহলা করলডাঙা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদকে লাঞ্ছিত করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এর জেরে দুজনকে আটক করা হয়েছে। আটক ওই দুজন হলেন কদুরখিল উচ্চবিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী মুস্তাকিম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অহলা করলডাঙা ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা হামিদুল হক অহলা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসার সাথে সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামিদুল হকের গাড়িও ভাঙচুর করা হয়। এই কেন্দ্রের বাইরে সাংবাদিকদের ছয়টি গাড়িও ভাঙচুর করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ