Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালকোহলের পরিবর্তে দুধ বেছে নিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নববর্ষের মতো ছুটির দিনগুলোতে পানোৎসবের কারণে নানান সমস্যা সৃষ্টি হয়। ভারত সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মদ্যপানে নিরুৎসাহিত করে বহু প্রচার-প্রচারণা চালায়। এবার নতুন ধরনের প্রচারণা চালালেন এক ব্যক্তি। ইন্ডিয়া ডটকমের খবর, মদপান এড়াতে নতুন ধরনের প্রচারণা চালিয়েছেন পুনের এক ব্যক্তি। পৌরাণিক চরিত্র রাবণ সেজে রাস্তায় মানুষজনকে দুধের প্যাকেট দিয়ে ওই ব্যক্তি অ্যালকোহলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম অরুণ ওহার। তিনি বলেন, ‘মদ নয়, দুধ খাওÑ আমরা এই বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমি চাই, মানুষ তাদের ভেতরের রাবণকে ত্যাগ করুক। অ্যালকোহল ত্যাগ করুক। এর পরিবর্তে দুধ বেছে নিক।’ স্থানীয় এক নেতা জানিয়েছেন, মাদকাসক্তি সমাজে ছড়িয়ে পড়েছে। এ কারণে অনেক পরিবার দুর্দশায় ভুগছে। এই প্রচারের মাধ্যমে তারা মানুষকে মদপান থেকে বিরত থাকার আহŸান জানাচ্ছেন। ইন্ডিয়া ডটকম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ