Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত প্রচেষ্টার প্রতিশ্রুতি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

উত্তর কোরিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত প্রচেষ্টার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মুনের এমন প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। তবে উত্তর কোরিয়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মুন জে ইন বলেন, তার সরকার শেষ পর্যন্ত আন্ত-কোরীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি অপরিবর্তনীয় পথ অনুসরণ করবে। এ ছাড়া তিনি তার প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় জোর চেষ্টা চালাবেন। চলতি বছরের মে মাসে মুনের প্রেসিডেন্ট মেয়াদের ৫ বছর শেষ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করি পরবর্তী দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় যারা আসবেন তারাও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’ কিন্তু ইংরেজি নববর্ষ শুরুর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার সাথে শান্তি আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ব্যাপারে কিছুই বলেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু অস্ত্রের আলোচনার ব্যাপারেও কিছু জানাননি। ২০১৮ ও ২০১৯ সালে মুন কিমের সাথে পিয়ংইয়ংসহ একাধিক শীর্ষ বৈঠক করেছিলেন। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের কার্যক্রম এবং শত্রুভাবাপন্ন নীতির কারণে ভেস্তে যায়। তারপরও মুন কোরীয় যুদ্ধের ফলে দুই কোরিয়ার মধ্যে তৈরি হওয়া বৈরী সম্পর্কের অবসান ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তি প্রতিষ্ঠা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ