Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন ফর্মুলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় নতুন ফর্মূলা পেশ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের একটি সংবাদ মাধ্যমে ‘শতবর্ষী বা শতাব্দীর সেরা সমঝোতা’ শিরোনামে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ফিলিস্তিন ও ইসরাইলের মাঝে সমঝোতা চান। হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা দৃঢ়ভাবে আশাবাদী যে, ইসরাইলের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা আরও জানান, ফিলিস্তিন দখল আমেরিকার কেন্দ্রীয় পরিকল্পনা নয়। তারা বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা উভয় রাষ্ট্রের মাঝে এক ঐতিহাসিক ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। তাদের মতে,ফিলিস্তিনি নেতারা স্বীকার করতে চান না যে, ট্রাম্প এমন কোনো পরিকল্পনার কথা বলবে যা জেরুজালেম,শরণার্থী এবং অন্য সব প্রধান সমস্যাগুলো সমাধান করবে। তারা ট্রাম্পের এ শান্তি প্রতিষ্ঠারর উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন। মার্কিন কর্মকর্তরা জোর দিয়ে বলেন যে, মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের উচ্চাকাঙ্ক্ষা থেকে মুখ ফিরিয়ে তাদেরকে কিনতে চায় না; বরং তাদের নতুন প্রজন্মর জন্য একটি ভালো ভবিষ্যত গড়ে তুলতে চান। যদি ফিলিস্তিন ইসরাইলের সাথে সমঝোতায় আসে। বিবৃতিতে কর্মকর্তারা জানান, এই পরিকল্পনায় অর্থনৈতিক পদ্ধতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপূরক হবে। এদিকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ বা পিএ বলেছে, ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়িত হবে না। পিএ›র মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ১৯৬৭ সালের আগের সীমানা ভিত্তিতে পূর্ব জেরুজালেম বা আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে সামান্যতম খর্ব করে এমন পদক্ষেপ নিশ্চিতভাবে ব্যর্থ হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ