Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানে রুশ হকি দলের ‘অরাজকতা’, একই রঙের সোয়েটারে ‘শাস্তি’ চেক দলেরও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৬:২৮ পিএম

যাত্রীরা জানিয়েছেন, রুশ জুনিয়র হকি দলের সদস্যরা বিমানে ধূমপান করছিলেন এবং মাস্ক পরতে অস্বীকৃতি জানাচ্ছিলেন৷ অন্যদিকে চেক প্রজাতন্ত্র দলের ম্যানেজার বলছেন, সোয়েটারের রঙ মেলায় তাদেরকেও রুশ দলের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে৷

নববর্ষে ক্যানাডার ক্যালগারি থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টগামী এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে৷ ক্যালগারি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এয়ার ক্যানাডার একটি ফ্লাইটে গোলযোগের খবর পেয়ে এয়ারপোর্ট পুলিশ সেখানে উপস্থিত হয়৷ এরপর সকল যাত্রীকে বিমান থেকে নামানো হয়, কিন্তু পরবর্তীতে রুশ ও চেক দলের সদস্যদের আর বিমানে উঠতে দেয়া হয়নি৷ ক্যালগারি হেরাল্ড পত্রিকা জানিয়েছে, বিলম্বিত এই ফ্লাইটে ফিনল্যান্ডের দলকে উঠতে দেয়া হয়েছে৷

চেক দলের ম্যানেজার ওটাকার কের্নি জানিয়েছেন, দুই দলেরই ধূসর রঙের সোয়েটার পরনে থাকায় রুশ দলের সঙ্গে চেক দলের সদস্যদের গুলিয়ে ফেলা হয়েছে৷ চেক গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাশিয়ানদের সঙ্গে তারা আমাদের একই কাতারে ফেলে দিয়েছে এবং আমাদের জানিয়েছে যে রুশ এবং চেক দলের কোনো সদস্যই বিমানে চড়তে পারবেন না৷’

কের্নি জানান, এই ঘটনায় এয়ার ক্যানাডা কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং নিজেদের খরচে চেক দলের জন্য হোটেল ও পরের দিন একই ফ্লাইটে ফ্রাঙ্কফুর্ট যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে৷ রুশ খেলোয়াড়দের সঙ্গে চেক দলকে একই ফ্লাইটে পাঠানো হবে না, এমন নিশ্চয়তাও এয়ার ক্যানাডা দিয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার৷

বিমানে থাকা এক যাত্রী সংবাদ মাধ্যম দ্য ক্যানাডিয়ান প্রেসকে জানিয়েছেন, তার পাশে বসা রুশ দলের এক সদস্য বিমানেই ভেপিং (বিশেষ যন্ত্র ব্যবহার করে ধূমপান) করছিলেন এবং মাস্ক পরতে চাচ্ছিলেন না৷ তিনি বলেন, ‘নিজের মোবাইল ফোনে উচ্চশব্দে রাশিয়ান রক মিউজিকও বাজাচ্ছিলেন তিনি৷’ আরেক যাত্রী এক টুইটে বলেছেন, ‘আমার পেছনে রুশ জুনিয়র হকি দলের সদস্যরা ছিল৷ তারা ধূমপানের চেষ্টা করছিল, মাস্ক পরছিল না, ফ্লাইট অ্যাটেনডেন্টদের কথাও শুনছিল না৷’

প্রসঙ্গত, রেড ডিয়ার এবং এডমন্টন শহরে অনুষ্ঠিত হওয়া জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়ার পর দলগুলো নিজেদের দেশে ফেরত যাচ্ছিলো৷ সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ