Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই জায়গায় যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ : কক্সবাজার শহরে ১৪৪ ধারা জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১০:২০ পিএম

কক্সবাজার শহরে একই জায়গায় আওয়ামী যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় রবিবার সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রবিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, একই স্থানে ও একই সময়ে দু’টি রাজনৈতিক সংগঠন সমাবেশ আহ্ববান করায় জেলা প্রশাসন রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত শহরের শহীদ সরণী ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

তিনি জানান, এই পরিস্থিতিতে শহরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জারি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ