Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৬০ ফিলিস্তিনি হত্যা করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইসরাইলি সেনারা ২০২১ সালে অন্তত ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এ হত্যাকান্ডচালিয়ে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থা এ রিপোর্ট দিয়েছে। ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। খবর তাসনিম নিউজের। স্বজনহারা ফিলিস্তিনি পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকান্ডের সব ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরাইলি সেনাদের হাতে নিহত হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের ১৯ শতাংশ নারী। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন।
মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • Md didar ১৬ জানুয়ারি, ২০২২, ৭:১৫ পিএম says : 0
    ইসরাইল বন্ধ করুন এই মনর খেলা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ