প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিবাহবিচ্ছেদর পর কিম কার্ডাশিয়ান আর কানিয়ে ওয়েস্ট আবার জুটি বাধার প্রস্তুতি নিচ্ছেন। কানিয়ে রুশ মডেল ইরিনা শেইকের সঙ্গে এরই মধ্যে ডেট করা শুরু করেছেন এবং কিমও তার সঙ্গী খুঁজছেন। পিপল সাময়িকী জানিয়েছে রিয়েলিটি টিভি তারকা কিম তৃতীয় বিয়ে ভেঙে যাবার পর আবার প্রেম করার জন্য তৈরি। ‘কিপিং আপ উইথ কার্ডাশিয়ান্স’ তারকার ঘনিষ্ঠ এক সূত্র পিপল সাময়িকীকে বলেছে,‘কিম বাকি জীবন একা কাটাতে চান না তাই ডেট করতে চান।’ এই সূত্র আরও বলেছে, ‘সন্তানরাই তার কাছে অগ্রাধিকার পাবে, তবে জীবন ভাগাভাগি করার জন্য তিনি একজন মানুষের খোঁজে আছেন।’ কিম দুই বছর প্রেম করার পর ২০১৪তে র্যাপ গায়ক কানিয়ের সঙ্গে ঘর বাঁধেন। তারা দুই কন্যা নর্থ ও শিকাগো এবং দুই ছেলে সেইন্ট ও সামের বাবামা। একান্ত জীবনের কিছু সমস্যার কারণে সাত বছর ঘর করার পর তারা গত ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চার মাস আলাদা থাকার সময় কানিয়ে ইরিনার অন্তরঙ্গ হন। ইরিনা এর আগে অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গী থাকাকালে কন্যা লিয়ার মা হন। কিম এর আগে ডেমন থমাস (২০০০-২০০৪) এবং ক্রিস হামফ্রিজের (২০১১, ৭২ দিন) ঘর করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।