Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সেনবাগে ককটেল তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৪

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ৫:৪২ পিএম

সেনবাগ উপজেলা থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯) একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো.জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম (২৫)মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) মো.শহীদ উল্যাহ (৫৫)।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি। তিনি আরও জানান,শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ী ও সহিদ মিয়ার নতুন বাড়ীতে গ্রেফতারী পরোয়ানা তামিল কালে (এসআাই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাত্রি কালিন টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১টা ৩০মিনিটের দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, গ্রেফতারকৃত চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ