Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংসদের হুইপ ও আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন সিলেটে সফরে আসছেন কাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সফরে আসছেন সিলেট। কাল রোববার (২ জানুয়ারি) সফরে এসে ৪ জানুয়ারি অবধি সিলেটে অবস্থান করবেন তিনি। আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রটোকল নাজির অরুন ভৌমিক সুদ্বীপ তার সফর সূচি প্রেরণ করেছেন সংবাদমাধ্যমে। সফরসূচি অনুসারে, রোববার সকাল ১১টায় বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সেখান থেকে সরাসরি যাবেন জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগানে তিনি। মূলত সিলেট সফরে নেই তার অন্য কোনো কর্মসূচি। লালাখাল চা বাগানের বাংলোতেই অবকাশ যাপন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ