Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ২:২৩ পিএম

ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে শুক্রবার র‌্যাব সদস্যরা ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেফতার নুর উদ্দিন (২৯) সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজী তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বাড়ি ভাটিয়ারির মৌলভীপাড়া এলাকায়।

র‌্যাবের কর্মকর্তারা জানান, আক্রান্ত মেয়েটি সীতাকুণ্ডের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্কুলে পড়ার সময় নুর উদ্দিনের কাছে প্রাইভেট পড়ত। নবম শ্রেণিতে পড়ার সময় নুর উদ্দিন তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি প্রত্যাখান করায় তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। শুরুতে মেয়েটি ভয়ে কাউকে কিছু জানায়নি। সম্প্রতি ওই ছাত্রীর ক্যান্সার আক্রান্ত মা মারা যান। এ সময় নুর উদ্দিন তাদের বাড়িতে যান। গোপনে মেয়েটির কয়েকটি ছবি তোলেন। কয়েকদিন আগে ওই মেয়ের বিয়ের প্রস্তাব আসে। নুর উদ্দিন পাত্রের বড় ভাই ও চাচাতো ভাইয়ের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের কাছে মেয়েটির এডিট করার কয়েকটি আপত্তিকর ছবি পাঠায়। আবার ফেসবুকে ভুয়া নামে অ্যাকাউন্ট খুলে একই ছবি ছড়িয়ে দেয়। এতে মেয়েটির বিয়ে ভেঙে যায়।
গত ২৬ ডিসেম্বর মেয়েটির বাবা র‌্যাব কার্যালয়ে লিখিত অভিযোগ করলে তদন্তের পর ভাটিয়ারিতে অভিযান চালিয়ে স্কুল শিক্ষক নুর উদ্দিন গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ